আয়োজনে বগুড়া অনলাইন রক্তদান সংগঠন

বগুড়ায় বিশ্ব রক্তদাতা দিবস পালিত

আকতারুজ্জামান সোহাগ
প্রকাশ: ১৪ জুন ২০১৯ ১৩:০৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৯৭ বার।

বগুড়ায়  বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়েছে।  দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকাল সাড়ে ১১টায় বগুড়া অনলাইন রক্তদান সংগঠন বর্ণাঢ্য র‍্যালী বের করে। র‍্যালীটি শহরের খোকন পার্ক থেকে শুরু হয়ে সাতমাথাসহ বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন  ও সদর থানার ওসি এস এম বদিউজ্জামান । এছাড়াও বিভিন্ন সংগঠনের  নেতৃবৃন্দ ও সদস্য উপস্থিত ছিলেন। 

১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিক রক্তদান দিবস পালন এবং ২০০০ সালে ‘নিরাপদ রক্ত’-এই থিম নিয়ে পালিত বিশ্ব স্বাস্থ্য দিবসের অভিজ্ঞতা নিয়ে ২০০৪ সালে প্রথম পালিত হয়েছিল বিশ্ব রক্তদান দিবস। ২০০৫ সালে বিশ্ব স্বাস্থ্য অধিবেশনের পর থেকে প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ দিবস পালনের জন্য তাগিদ দিয়ে আসছে।

বগুড়া অনলাইন রক্তদান সংগঠনের সভাপতি সোহেল রানা জানান, যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাতে ভূমিকা রাখছেন তাদেরসহ সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করাই এ দিবসের উদ্দেশ্য।