আজ মুখোমুখি শ্রীলংকা-অস্ট্রেলিয়া

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০১৯ ০৯:০৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩৯ বার।

 

এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কা দলকে বেশ ভাগ্যবানই বলতে হবে। চারটি ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েও পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে দলটি। বৃষ্টির কারণে দুটি ম্যাপ পণ্ড হওয়ায় বাড়তি দুই পয়েন্ট পেয়ে যায় এশীয় দলটি। অন্যদিকে চার ম্যাচের মাত্র একটিতে হেরে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে রয়েছে অস্ট্রেলিয়া। দল দুটি আজ খেলবে পরস্পরের বিপক্ষে। খবর ঃ সমকাল অনলাইন।

বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়।

বিশ্বকাপে এর আগে ১০ সাক্ষাতে মাত্র  দুবার অসিদের হারিয়েছে লঙ্কানরা। দুবারই ১৯৯৬ সালে। বাকি সাতটি ম্যাচে জিতেছে অস্ট্রেলিয়া, একটি পণ্ড হয়েছে বৃষ্টিতে। 

ওয়ানডের পরিসংখ্যানেও এগিয়ে অস্ট্রেলিয়া। দুদলের ৯৬ সাক্ষাতে অস্ট্রেলিয়া জিতেছে ৬০ ম্যাচে। শ্রীলঙ্কা জয়ী ৩২টিতে। 

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: কুশল পেরেরা, দিমুথ করুনারত্নে, লাহিরু থিরিমান্নে, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, জীবন মেন্ডিস, সুরঙ্গা লাকমল ও লাসিথ মালিঙ্গা।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভেন স্মিথ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স কেরি, নাথান কোল্টার-নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও কেন রিচার্ডসন।