কী কথা হলো মোদি-ইমরানের?

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০১৯ ১৩:৩৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩০ বার।

দুই দেশের মধ্যে নানা ইস্যু নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করলেও মুখোমুখি দেখায় স্বস্তির বার্তাই যেন বইয়ে গেল। দেখা হলো; কথা হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের।

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে সাক্ষাৎ হয় বলে ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

সূত্র বলছে, সম্মেলনের লাউঞ্জে ‘সৌজন্য বিনিময়’ হয়েছ এই দুই নেতার। হয়েছে কুশলাদি বিনিময়ও। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে তারা জানিয়েছে, এটি কোনও আনুষ্ঠানিক বৈঠক নয়, দুই নেতার কথা হয়েছে।

সম্মেলনের পর পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি বলেন, ঘরোয়া কথাবার্তা হয়েছে দুই প্রধানমন্ত্রীর মধ্যে। সৌজন্য বিনিময়ও হয়েছে। তারা করমর্দন করেছেন।

কুরেশি বলেন, সাম্প্রতিক নির্বাচনে জয়ের জন্য ভারতের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। এটা ঠিকই যে, ভারতের একটি বড় রাজনৈতিক পরিবারকে হারিয়ে বিপুল ভোটে জিতে এসেছেন মোদি।

বিশেষজ্ঞদের মতে, ভারত-পাক আলোচনা শুরু হলে ঘরোয়া রাজনীতিতে দুই দেশের জন্যই তা স্বস্তিদায়ক হবে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা করতে নিজেদের প্রয়াসের ছবি তুলে ধরাটা অনেকটা কূটনৈতিক বাধ্যবাধকতাও।

বৈঠকের কথা অস্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের পক্ষ থেকে জানানো হয়, অনেকে বলছেন, দুই নেতার মধ্যে নাকি বৈঠক হয়েছে। স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে- কোনও বৈঠক হয়নি। যেটা হয়েছে, তা নেহাতই সৌজন্য বিনিময়। ফলে অযথা খবরকে বিকৃত না-করাই ভাল।

ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, শুক্রবার থেকেই একাধিক বার মুখোমুখি হন মোদি-ইমরান। অনুষ্ঠানে একই সারিতে বসেছেন। কিন্তু বাক্যবিনিময় করতে দেখা যায়নি তাদের। গ্রুপ ছবিতেও দুইজনে দাঁড়িয়েছেন দুই প্রান্তে।