সংবাদ সম্মেলনে আসেনি শ্রীলঙ্কা, হতে পারে বড় শাস্তি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০১৯ ০৭:৫১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৭ বার।

বিগত কিছুদিন থেকেই আইসিসির দিকে একের পর এক অভিযোগের তীর ছুড়ছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।  বারবার আইসিসির কাছে অভিযোগ লিখিতভাবে পাঠিয়েও কোনো সমাধান পায়নি লঙ্কান বোর্ড। তারই প্রতিবাদ স্বরূপ শনিবার (১৫ জুন) অস্ট্রেলিয়ার বিপক্ষে হারা ম্যাচের শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়নি লঙ্কান দলের পক্ষ থেকে কেউ।

আইসিসি পক্ষপাতমূলক আচরণ করছে এমন অভিযোগ তুলে লঙ্কান দলের টিম ম্যানেজার  ইএসপিএন ক্রিকইনফোকে বলেন, ‘আমাদের খেলা চার ম্যাচে কার্ডিফ ও বৃষ্টলে আমরা সবুজ পিচ দেখেছি। একই ভেন্যুতে অন্যন্য দলগুলি ধুসর ও রান তোলার মতো পিচ পেয়েছে। এমনকি ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেও আমাদের জন্য সবুজ পিচ বানানো হয়েছে। আমাদের অভিযোগকে  'আঙুর ফল টক' ভাবলে ভুল হবে। আইসিসি কোনো নির্দিষ্ট দলের জন্যই একই ধরনের উইকেট বানাবে, আর অন্যদের জন্য আলাদা হবে এটা খুবই দৃষ্টিকটু।’

‘এমনকি কার্ডিফে অনুশীলন সুবিধাও পাইনি আমরা তেমনভাবে। তিনটি নেট থাকার পরেও আমাদের শুধু দুটি দেওয়া হয়েছে। বৃষ্টলে যে হোটেলে রাখা হয়েছে সেখানে নেই সুইমিং পুল। যা সব দলের জন্যই খুব জরুরী। বিশেষ করে ফাস্ট বোলারদের পেশি সতেজ রাখার জন্য। ’

‘বাংলাদেশ ও পাকিস্তান যে হোটেলে আছে সেখানেও সুইমিং পুলের সুবিধা আছে। আমরা চারদিন আগে আমাদের সমস্যাগুলোর কথা আইসিসিকে জানিয়েছি কিন্তু এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। উত্তর না পাওয়া পর্যন্ত আমরা আমাদের কথা লিখেই যাবো।’

শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বেশ কিছুটা সময় জয়ের ধারায় থাকলেও এক পর্যায়ে পথ হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ৮৭ রানের বড় ব্যবধানেই হারতে হয়। কিন্তু হারের থেকেও এখন আলোচনায় বেশি আছে তাদের সংবাদ সম্মেলনে উপস্থিত না হওয়া।

আইসিসির নিয়ম অনুযায়ী, ম্যাচ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে যেকোনো দলের পক্ষ থেকে কাউকে আসতে হয়। কিন্তু বিশ্বকাপের মতো আসরে সংবাদ সম্মেলনে কেউ না আসা দলের জন্য বড় শাস্তির কারণ হতে পারে। তবে কেনো আসেননি কেউ সে বিষয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি শ্রীলঙ্কা দলের পক্ষ থেকে।