বগুড়ার শেরপুরে নেসকো’র নির্বাহী প্রকৌশলীসহ ৯ কর্মকর্তা-কর্মচারী একযোগে বদলী

শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০১৯ ১৩:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৪৯ বার।

বগুড়ার শেরপুরে বিদ্যুৎ বিভাগের আওতাধীন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) নির্বাহী প্রকৌশলীসহ ৯ কর্মকর্তা-কর্মচারীকে এক যোগে বদলী করা হয়েছে। গত ১৩ জুন বদলীর আদেশ পেয়ে তারা এরই মধ্যে নতুন কর্মস্থলে যোগদানও করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদের পূর্বে এক কর্মচারীর ছুটির আবেদন না মঞ্জুর করা নিয়ে অসন্তোষকে ঘিরে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৃষ্ট ধস্তাধস্তির মত অনাকাক্সিক্ষত ঘটনায় জড়িয়ে পড়ায় ওই ৯ কর্মকর্তা-কর্মচারীকে শাস্তিমূলক বদলী করা হয়েছে।
যাদের বদলী করা হয়েছে তারা হলেন- নেসকোর শেরপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদুল হাসান, উচ্চমান হিসাব সহকারী মোহাম্মদ আলী, ফোরম্যান আব্দুল খালেক, ইলেকট্রিশিয়ান শহিদুল ইসলাম, আব্দুর রশিদ হিরা, আব্দুল মজিদ, লাইনম্যান লিটন সরকার, মিটার পাঠক আব্দুল আলীম ও এমএলএসএস কাম গার্ড রেজাউল করিম।
নেসকো’র শেরপুর বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আব্দুল খালেক জানান, বদলীয় হওয়া কর্মকর্তা-কর্মচারীদেও মধ্যে নির্বাহী প্রকৌশলী মো. ফরিদুল হাসানকে বগুড়া কার্যালয়ে যুক্ত করা হয়েছে। অন্যদেও নীলফামারী জেলার ডোমার, গাইবান্ধার পলাশবাড়ী, পঞ্চগড়, তেঁতুলিয়া, ঠাকুরগাঁ, দিনাজপুর বিক্রয় ও বিতরণ বিভাগ কার্যালয়ে বদলি করা হয়েছে।
স্থানীয় বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, মো. ফরিদুল হাসান শেরপুরে নেসকো’র নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদানের পর তাঁর নানা কর্মকা- নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়। সর্বশেষ ওই দপ্তরের ইলেকট্রিশিয়ান আব্দুর রশিদ হিরা ঈদ উপলক্ষে ছুটি চাইলে নির্বাহী প্রকৌশলী তা না মঞ্জুর করেন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিত-া হয়। পরে অন্যান্য কর্মচারীরা ইলেকট্রিশিয়ান হিরার পক্ষ নিয়ে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে সরাসরি বিরোধে জড়িয়ে পড়েন।  এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয় এবং নির্বাহী প্রকৌশলী মো. ফরিদুল হাসানকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেন। পরে ওই ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতে ওই ৯ কর্মকর্তা-কর্মচারীকে গত ১৩জুন বদলী করা হয়। জানতে চাইলে নেসকোর শেরপুর বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আব্দুল খালেক জানান, বদলীর আদেশ পাওয়া ৯জন গত ১৩জুন তাদের বদলি হওয়া দপ্তরে চলে গেছেন