মুশফিকের জন্য সুখবর

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০১৯ ১৩:১৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৩ বার।

শনিবার নেটে ব্যাটিং অনুশীলনের সময় মোস্তাফিজুর রহমানের একটি লাফিয়ে ওঠা বল খেলতে গিয়ে ডান কনু্ইয়ে আঘাত পান মুশফিকুর রহিম। এরপর আর অনুশীলন করতে পারেননি বাংলাদেশের সেরা উইকেটকিপার-ব্যাটসম্যান। বরং আঘাতের স্থানে ঘণ্টা তিনেক বরফ চিকিৎসার পর এক্স-রে করাতে হয়েছে। টাইগারদের জন্য সুখবর, এক্স-রে রিপোর্টে কোনও চিড় ধরা পড়েনি। খবর বাংলা ট্রিবিউন।

তবে হাড়ে চিড় না ধরলেও সামান্য টিস্যু বিকল হয়েছে। এ ধরনের চোটে ক্ষতস্থান ফুলে গিয়ে ব্যথা করে। রবিবার স্থানীয় সময় বেলা ২টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) অনুশীলন শুরু হবে বাংলাদেশ দলের। অনুশীলনে মুশফিকেরও থাকার কথা। তারপরেই বোঝা যাবে ব্যথা কতটা। ব্যথা কম থাকলে বা ভালো বোধ করলে সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার খেলার সম্ভাবনাই বেশি।

মুশফিকের ইনজুরি সম্পর্কে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘এক্স-রে রিপোর্টে দেখা গেছে হাড়ে কোনও চিড় নেই। তবে অনুশীলনের পরই আসলে বোঝা যাবে সে আগামীকাল খেলতে পারবে কিনা।’

এবারের বিশ্বকাপে ভালো ছন্দে আছেন মুশফিক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে খেলেছেন ৭৮ রানের ম্যাচ জেতানো ইনিংস। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হেরে গেলেও ৪৪ রানের দৃঢ়তাপূর্ণ ইনিংস এসেছে তার ব্যাট থেকে।