হাত-পা বেঁধে নদীতে নেমে জাদু, পানিতে তলিয়ে গেলেন জাদুকর

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০১৯ ১৩:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৭৯ বার।

বাক্স বা খাঁচার ভেতরে ঢুকে নিজেকে পানিতে ফেলে দিয়ে জাদু দেখান অনেক জাদুকর। এ সময় শেকল দিয়ে বাঁধা থাকে তার হাত-পাও। পানির ভেতর থেকে জীবন্ত ফিরে আসাটাই হচ্ছে জাদু।

এমন ভেলকি দেখাতে গিয়ে নদীতে তলিয়ে গেছেন ভারতের জনপ্রিয় একজন জাদুকর।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারতের প্রখ্যাত জাদুকর চঞ্চল লাহিড়ি বহুবার  সাফল্যের সঙ্গে এ রকম ম্যাজিক দেখিয়েছেন। কিন্তু এবার আর সফল হলেন না।

পশ্চিমবঙ্গে গঙ্গা নদীতে তলিয়ে গেছেন জাদুকর লাহিড়ি। এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।

জানা যায়, মাঝ গঙ্গায় ক্রেনের সঙ্গে হাত-পা বেঁধে পানিতে নেমে জাদু দেখাতেন তিনি। অনেকবার এমন জাদু দেখিয়ে সাফল্য কুড়িয়েছেন তিনি। কিন্তু এবার অঘটনের শিকার হলেন।

গঙ্গায় নেমে পানির স্রোতে তলিয়ে গেছেন তিনি। জাদুকর লাহিড়ির খোঁজে তল্লাশি চালাচ্ছে দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে রয়েছে কলকাতার নর্থ পোর্ট থানার পুলিশ।