১২৩ বছর পর ফুটল এই বুনো টিউলিপ

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০১৯ ১৪:২৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৩ বার।

শতাব্দীকাল আগে নিজের মাটি থেকে হারিয়ে গিয়েছিল তুরস্কের বুনো একটি টিউলিপ ফুল। দীর্ঘদিন প্রচেষ্টার পর সেই ফুল নতুন করে ফিরিয়ে আনা হয়েছে।

ডেইলি সাবাহ জানায়, তুরস্ক কর্তৃপক্ষের এক প্রজেক্টের মাধ্যমে ১২৩ বছর পর আবার ফুটল সেই টিউলিপ। দেশটির উত্তরাঞ্চলে আমাসিয়া প্রদেশের ফুলটি ফিরিয়ে আনতে কাজ করে দেশি-বিদেশি বেশ কয়েকজন গবেষক। খবর দেশ রুপান্তর।

ফুলটি স্প্রিনজার্স টিউলিপ নামে পরিচিত। তবে বৈজ্ঞানিক নাম হচ্ছে টিউলিপা স্প্রিনজারি। ১৮৯২ সালে জার্মানির এক উদ্যানরক্ষক এই বুনো টিউলিপ আবিষ্কার করেন আমাসিয়াতে। তার মাধ্যমেই ফুলটি ইউরোপে পরিচিতি পায়। সেখানে একাধিক বোটানিক্যাল গার্ডেনে এটি চাষ হতে থাকে।

তবে বুনো প্রকৃতিতে এই ফুল ফুটতে দেখা যায় সর্বশেষ ১৮৯৬ সালে। তবে স্থানীয় ও বিদেশি গবেষকেরা এই হারিয়ে যাওয়া টিউলিপটি পুনরুদ্ধারে চেষ্টা চালিয়ে যান।

২০১৫ সালে ইস্তাম্বুলের একটি বোটানিক্যাল গার্ডেনে প্রজেক্ট চালু করে, যেটির নাম-দ্য লস্ট টিউলিপ রিটার্ন্স হোম ফ্রম অ্যাবরোড।

শেষমেশ আমাসিয়ার মাটিতেই বুনো প্রজাতির টিউলিপটি ফুটল। এক শতাব্দী পর নিজের ঘরেই ফিরে এল স্প্রিনজার্স টিউলিপ।