শ্যালকের লাশ রাস্তায়, পিকআপসহ ভগ্নিপতি উধাও

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০১৯ ১৩:১৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৮ বার।

নিজেদের পুকুর থেকে মাছ ধরে ভগ্নিপতি নিজাম উদ্দিনের (৪৫) পিকআপযোগে শহরে বিক্রির জন্য যাচ্ছিলেন কামাল হোসেন (৩৪)। মাঝপথে নিজাম শ্বশুর বাড়িতে ফোন করে জানান, তাদের পিকআপ দুর্ঘটনায় পড়েছে। এরপর ঘটনাস্থলে গিয়ে কামালের লাশ পাওয়া যায়। ঘটনার পর ফোন বন্ধ করে পিকআপ নিয়ে পালিয়ে গেছেন ভগ্নিপতি নিজাম। সোমবার ভোরে কুমিল্লা নগরীর চানপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। খবর সমকাল অনলাইন 

নিহত কামাল হোসেন বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই গ্রামের হাজী আবদুল মতিনের ছেলে। নিজাম জেলার আদর্শ সদর উপজেলার পাচথূবী ইউনিয়নের মিরপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। 

নিহতের বড় ভাই কবির হোসেন জানান, রোববার রাতে ভগ্নিপতি নিজাম উদ্দিনকে সঙ্গে নিয়ে বাড়ির পুকুরে জাল ফেলে মাছ ধরেন কামাল হোসেন। এসব মাছ বিক্রির জন্য ভোর ৪টায় কামাল হোসেন ভগ্নিপতি নিজাম উদ্দিনকে সঙ্গে নিয়ে পিকআপযোগে কুমিল্লা নগরীর চকবাজারের উদ্দেশ্যে রওনা হন। ভোর সাড়ে ৫টায় কবির হোসেনকে ফোন দিয়ে নিজাম জানান, চানপুর ব্রিজ এলাকায় তাদের গাড়ি দুর্ঘটনায় পড়েছে। খবরে পেয়ে কবির হোসেন দ্রুত ঘটনাস্থলে গিয়ে ব্রিজের উপরে কামাল হোসেনকে পড়ে থাকতে দেখেন। আশপাশে দুর্ঘটনা কবলিত কোনো পিকআপ না দেখে তিনি নিজামকে ফোন দেন। এ সময় নিজামের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। কিছুক্ষণের মধ্যে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে এলে তাদের সহযোগিতায় কামালকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে নিজামের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মিরপুর গ্রামে তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। 

এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আবদুস ছালাম মিয়া জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।