ব্রণের ক্ষতে চুমু দেওয়া সেই চিকিৎসক চাকরিচ্যুত

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০১৯ ১৪:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৬ বার।

ব্রণ চিকিৎসার নামে তরুণীর মুখে চুমু ও শরীরে হাত দেওয়া চিকিৎসককে চাকরিচ্যুত করেছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ।

ওই চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আসার পর তাকে চাকরিতে আর না রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। অভিযুক্ত চিকিৎসককে আর চেম্বার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ওই হাসপাতালের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান অচিন্ত কুমার নাগ।

সোমবার হাসপাতালের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান অচিন্ত কুমার নাগ গণমাধ্যমকে এ তথ্য জানান। খবর দেশ রুপান্তর।

শনিবার পপুলার হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ওই চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তিনি এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগে তিনি বলেন, শনিবার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ এবং লেজার কসমেটিক সার্জন ডা. মো. শওকত হায়দারের কাছে গেলে চিকিৎসক তাকে ফোন করে জানান হাসপাতলের পাশের সিটি ব্যাংক ভবনে রয়েছেন। সেখানে যাওয়ার পর ওই চিকিৎসক তাকে ইনজেকশন দেওয়ার সময় আপত্তিকর আচরণ করেন। এছাড়া তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করেন এবং তাকে বিভিন্নভাবে হেনস্তা করেন।

এ ঘটনায় সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন ওই রোগী।

অভিযুক্ত চিকিৎসক হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছে, ‘মেয়েটা তার বন্ধুর মেয়ের বন্ধু। এরকম হবার কথা নয়। তবে সে যদি আমার ব্যবহারে অসন্তুষ্ট হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা চেয়েছি, দুঃখ প্রকাশ করেছি।’