বগুড়ায় বাপা’র পদযাত্রা ও সমাবেশঃ করতোয়াসহ মৃতপ্রায় নদ-নদী রক্ষার দাবি

মুজাহিদুল ইসলাম জাহিদঃ
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৭৮ বার।

বিশ্ব নদী দিবসে বগুড়ায় পদযাত্রা ও সমাবেশ থেকে শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া করতোয়া মৃতপ্রায় সকল নদ-নদী রক্ষার দাবি জানানো হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া জেলা শাখার উদ্যোগে সোমবার সকাল ১১টায় স্থানীয় শহীদ খোকন পার্ক থেকে ওই পদযাত্রা শুরু হয়। শহর ঘুরে সেটি জেলা পরিষদ চত্বরে শেষ হয় এবং সেখানে সমাবেশ করা হয়।

বাপা‘র ওই কর্মসূচীতে সচেতন নাগরিক কমিটি (সনাক), পরিবেশবাদী সংগঠন তীর এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্যবৃন্দসহ পরিবেশ সচেতন বিপুল সংখ্যক সাধারণ মানুষও অংশ নেন। পদযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বিশ্ব নদী দিবসে এবারের প্রতিপাদ্যের কথা উল্লেখ করে বলেন, এই দিবস উপলক্ষ্যে প্রতিবছরই প্রতিপাদ্য নির্ধারণ করা হয়। তবে এবার ‘নদী থেকে নির্বিচারে বালু উত্তোলন বন্ধ কর’ শ্লোগান ভিত্তিক যে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে তা বাংলাদেশের জন্য খুবই যৌক্তিক।

১৯৮০ সাল থেকে প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ রোববার বিশ্ব নদী দিবস হিসেবে পালন করতে শুরু করে ব্রিটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি। এরপর ২০০৫ সাল থেকে জাতিসংঘের বিভিন্ন সহযোগী সংস্থা দিবসটি পালন করছে। বাংলাদেশে ২০১০ সাল থেকে থেকে ‘রিভারাইন পিপল’ নামের একটি সংস্থা এ দিবস পালন করে আসছে। ২০০৫ সালে জাতিসংঘ দিবসটি অনুসমর্থন করে।  বাংলাদেশে এ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করে রিভারাইন পিপল নামের একটি সংগঠন।

বগুড়ায় নদী রক্ষার দাবিতে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কিছু প্রভাবশালী ব্যক্তি ও গোষ্ঠী করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং নদী দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছে। অথচ প্রভাব ও প্রতিপত্তির কারণে তারা বরাবরই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। কিন্তু এভাবে চলতে পারে না। নদী বাঁচাতে হলে অবৈধভাবে বালু উত্তোলনকারী এবং নদী দখলকারীদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। পাশাপিাশি স্থানীয় প্রশাসনকেও সজাগ থাকতে হবে যেন ভবিষ্যতে কেউ আর পরিবেশ বিধ্বংসী এসব তৎপরতা চালাতে না পারে।

সমাবেশে বক্তৃতা করেন, বাপা বগুড়া সভাপতি আনোয়ারুল কবির দুলাল, সহ-সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম-সম্পাদক শাহান-ই-জেসমিন, নদী বিষয়ক সম্পাদক ফারুক আহম্মেদ, মোস্তাফিজুর রহমান, মোদাসির রহমান, ফজলুল হক বাব্লু, আনোয়ার ইসলাম বাচ্চু, মির্জা শাহ রেজা, আমির খসরু সেলিম ও মুন্সী তরিকুল আলম ডলার।  

বাপা’র বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, তারা ২০০৫ সাল থেকে নদী রক্ষায় আন্দোলন করে আসছেন। তার অংশ হিসেবে এবারের কর্মসূচী এবং নদী রক্ষা না হলে ভবিষ্যতেও আন্দোলন অব্যাহত রাখবেন। বাপা’র অর্থ-সম্পাদক জাকিয়া সুলতানা পুণ্ড্রকথাকে জানান নদ-নদী রক্ষায় তারা সরকারের সঠিক ব্যাবস্থাপনা চান।