সুজনের মুখোমুখি অনুষ্ঠান

বগুড়ায় ভোটারদের কাছে সুষ্ঠু ভোটের অঙ্গীকার করলেন প্রার্থীরা

অসীম কুমার কৌশিক ও আকতারুজ্জামান সোহাগ
প্রকাশ: ১৮ জুন ২০১৯ ১৩:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৮৫ বার।

বগুড়া-৬ (সদর) আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে সুষ্ঠুভাবে ভোট প্রদানে সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছেন। এছাড়া নির্বাচনে বিজয়ী হলে জেলার উন্নয়নে কাজ করার পাশাপাশি পরাজিত হলে জনগণের দুর্ভোগ হয়- এমন কোন কর্মকা- থেকে বিরত থাকবেন বলেও অঙ্গীকার করেছেন। 
মঙ্গলবার সকালে বগুড়ায় ভোটারদের মুখোমুখি অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামায় স্বাক্ষর গ্রহণ করে বেসরকারি সংগঠন সুশাসনের জন্য নাগরিক-সুজন। অনুষ্ঠানে ভোটারদের কাছ থেকেও অঙ্গীকারনামা নেওয়াহয়। তারা সৎ এবং যোগ্য প্রার্থীদের ভোট দিবেন বলে অঙ্গীকার করেন। 
বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৭ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র দুই প্রার্থী ছাড়া অন্য পাঁচজন ভোটারদের মুখোমুখি হন। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টি জামান নিকেতা, বিএনপি মনোনীত গোলাম মোহাম্মদ সিরাজ, জাতীয় পার্টি মনোনীত নুরুল ইসলাম ওমর, বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত রফিকুল ইসলাম ও বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী মনসুর রহমান। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া ওই অনুষ্ঠান প্রায় দুই ঘন্টা ধরে চলে।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া ভোটারদের মুখোমুখি অনুষ্ঠানে প্রথমেই ভোটারদের কাছ থেকে তাদের প্রত্যাশার কথা শোনা হয়। এরপর প্রত্যেক প্রার্থীকে বগুড়ার উন্নয়নে তাদের ভাবনার কথা চানতে চাওয়া হয় এবং তাদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামায় স্বাক্ষর নেওয়া হয়। পরে ভোটারদেরকে প্রত্যেক প্রার্থীকে তিনটি করে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়। 
ভোটাররা ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টি জামান নিকেতার কাছে জানতে চান দীঘ ১২ বছর তার দল ক্ষমতায় থাকার পরেও বগুড়ায় কেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়নি এবং জেলার উন্নয়ন কেন শ্লথ হয়ে পড়েছে? জবাবে টি জামান নিকেতা বলেন, সরকারি দলের কোন এমপি না থাকায় বগুড়া সদরে কোন উন্নয়ন দৃশ্যমান হয়নি। তবে আমি নির্বাচিত হতে পারলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ জেলার উন্নয়নে কাজ করে যাব।
বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থাকার পরেও কেন সেখানে আন্তর্জাতিক কোন ম্যাচ হয় না-এমন প্রশ্ন ছিল সাবেক সাংসদ জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাবেক সাংসদ নুরুল ইসলাম ওমরের কাছে। তাছাড়া গেল পাঁচ বছর সাংসদ হিসেবে দায়িত্ব পালনকালে জেলার উন্নয়নে তিনি কি কি কাজ করেছেন তারও ফিরিস্তি দাবি করেন ভোটাররা। জবাবে নুরুল ইসলাম ওমর বলেন, আগামীতে নির্বাচিত হতে পারলে তিনি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট খেলার ব্যবস্থা করবেন। উন্নয়নের ফিরিস্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি অনেক উন্নয়ন করেছি তবে সেই তালিকা এখন আমার কাছে নেই। বাসায় এলে দেওয়া হবে।’
বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের কাছে এক ভোটারের ভোটারদের প্রশ্ন ছিল, তার বাবা মুসলিম লীগ করতেন এবং যুদ্ধাপরাধী ছিলেন কিনা? জবাবে তিনি বলেন, ‘আমার বাবা মুসলিম লীগ করতেন কিন্তু আমি করিনি। তাছাড়া আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্রলীগ কর্মী ছিলাম।’
ভোটারদের মুখোমুখি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন বগুড়া জেলা শাখার সহ-সভাপতি হাফিজুর রহমান মন্টু। সঞ্চালনা করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।