বগুড়ায় পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ আহত সেই বি ক্লাশ রনি মারা গেছে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ জুন ২০১৯ ০৫:২৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২৪ বার।

বগুড়ায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ আহত আব্দুল্লাহ্ আল জোনায়েদ রনি ওরফে বি ক্লাশ রনি (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ঢাকায় মারা গেছে। বগুড়ায় গোয়েন্দা পুলিশের ওসি আছলাম আলী জানান, ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন বি ক্লাশ রনি মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে মারা যায়। তবে তার মৃত্যুর খবরটি ওইদিন গভীর রাতে আমরা নিশ্চিত হয়েছি।
গত ১৩ জুন বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে বগুড়ার তিনমাথা রেলগেটের কাছে আদর্শ কলেজের পাশে গোয়েন্দা পুলিশের সঙ্গে গোলাগুলিতে আহত হন আব্দুল্লাহ্ আল জোনায়েদ রনি। সে বগুড়া শহরের হাকিরমোড় এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। ওইদিন ‘গোলাগুলিতে’ ডিবি পুলিশের দুই কনস্টেবলও আহত হন। পুলিশ সেদিন ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি ও একটি ধারালো চাপাতি জব্দ করে।
বগুড়ায় ডিবি’র ওসি আছলাম আলী জানান, সন্ত্রাসী হিসেবে চিহ্নিত রনির বিরুদ্ধে অস্ত্র, মাদক, নারী নির্যাতন ও চাঁদাবাজীসহ ৮টি মামলা ছিল। সে ব্লি ক্লাশ রনি হিসেবেই পরিচিত ছিল। আহত বিক্লাশ রনিকে সেদিন দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং আহত দুই পুলিশ কনস্টেবলকে পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। পরে বি ক্লাশ রনির অবস্থার অবণতি হলে ১৫ জুন তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ তার মৃত্যু হয়।