বগুড়ায় নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম

‘নির্বাচনে কেন্দ্র দখলের চেষ্টা হলে পায়ে গুলি চালাবেন’

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ জুন ২০১৯ ১৩:৫০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩২ বার।

বগুড়ায় শূন্য আসনের নির্বাচনে যে কোন ধরনের বিশৃঙ্খলা কঠোর হস্তে দমনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘যদি কেউ কেন্দ্র দখলের চেষ্টা করে তাহলে প্রয়োজনে তার পা লক্ষ্য করে গুলি চালাবেন। এজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতির প্রয়োজন নেই।’ বুধবার বিকেলে ভোট গ্রহণ কর্মকর্তাদের ইভিএম প্রশিক্ষণে দিক নির্দেশনা প্রদান অনুষ্ঠানে তিনি বক্তৃতা করেন। বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাও বক্তৃতা করেন। নির্বাচন কমিশনের সচিব আলমগীর হোসেনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে নির্বাচন কমিশনের যুগ্মসচিব ফরহাদ হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকতা মো: মাহাবুব আলম শাহ্সহ নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তারা ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ সহজ ও স্বচ্ছ বলে মতামত দিলে  প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা তাদের উদ্দেশ্যে বলেন, ‘ইভিএম এর সুফল সর্ম্পকে আপনারা ভোটারদের অবগত করবেন। ্এতে জাল ভোট দেয়ার কিংবা এক ব্যাক্তি একাধিকবার ভোট দেয়ার কোন সুযোগ নেই।’ তিনি বলেন, ‘যারা ভোট নিতে যায় তাদের নিরপেক্ষতা বা পক্ষপাতিত্ব নিয়ে কেউ কেউ সন্দেহ করতে পারেন। সেদিকে দৃষ্টি না দিয়ে আপনার দায়িত্ব আপনি সঠিক ও নিরপেক্ষভাবে পালন করবেন।’
নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র দখলের চেষ্টার প্রসঙ্গ তুলে প্রিসাইডিং কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, কোন কেন্দ্র দখলের চেষ্টা হলে পুলিশকে খবর দিবেন। এরপর তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘যদি কেউ কেন্দ্র দখলের চেষ্টা করে তাহলে তার পা লক্ষ্য করে গুলি করবেন। এজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতির প্রয়োজন হবে না।’
সভাপতির বক্তব্যে নির্বাচন কমিশন সচিব আলমগীর হোসেন বলেন, ইভিএম পদ্ধতিতে ভোটের সুফল সর্ম্পকে যখন সবাই জানবে তখন আর কেন্দ্রে এতো পুলিশ আনসার প্রয়োজন হবেনা। মানুষ কেন্দ্রে গিয়ে নিবিঘেœ ভোট দিয়ে যাবে। ব্যালট ব্যাপারে সিল মেরে ভোট কারচুপির আর আশংকাও থাকবে না। এর আগে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় বক্তৃতা করেন।