বগুড়ার ধুনটে সেচ পাম্প চালাতে গিয়ে ব্যবসায়ির মৃত্যু

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুন ২০১৯ ১৪:২০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২৪ বার।

বগুড়ার ধুনট উপজেলায় সেচ পাম্প চালাতে গেয়ে সুইচে বৈদ্যুতিক ত্রুটি থাকায় বাবলু মিয়া (৩৮) নামে এক ব্যবসায়ির মৃত্যু হয়েছে। সে উপজেলায় চিকাশী ইউনিয়নের সোনার গাঁ গ্রামের আব্দুল আজিজের ছেলে। বুধবার সকালে এই ঘটনা ঘটে।  

স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার সকালে মাঠে নিজের ধান ক্ষেতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালু করার জন্য সুইচ দেন বাবলু মিয়া। এসময় সুইচের ত্রুটির কারনে বিদ্যুৎতারিত হয়ে বাবুল মিয়া অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উল্লেখ্য বাবুল মিয়া বাড়ীর পাশে মনোহরি দোকানের ব্যবসার পাশাপাশি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতো।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মোহাম্মাদ সালেহ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে।