নওগাঁর ধামইরহাটে বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থী সমাবেশ

নওগাঁ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুন ২০১৯ ১৪:৫৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৬ বার।

নওগাঁর ধামইরহাটে বাল্য বিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে ছাত্রীদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় আড়ানগর উচ্চ বিদ্যালয়ের হলরুমে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সমাবেশে সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আড়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী কমল।

সমাবেশে বাল্য বিবাহ সম্পর্কে অবহিতকরণ, ইভটিজিং, মাদক,জঙ্গিবাদ ও নিরাপদ সড়কের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ জাকিরুল ইসলাম, আড়ানগর কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহকারি অধ্যাপক(অব.) হাবিবুর রহমান, প্রধান শিক্ষক রবিউল হোসেন, প্রধান শিক্ষক আবু ইউসুফ বদিউজ্জামান, শিক্ষার্থী লাম মীম এবং আরিফ হোসেন।

পরে শিক্ষার্থীদের মাঝে উপস্থিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।