নির্বাচনবিমুখতা গণতান্ত্রিক দেশের জন্য অশনিসংকেত: মাহবুব তালুকদার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০১৯ ১৫:০২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৪ বার।

ভোটারদের নির্বাচনবিমুখতাকে একটি গণতান্ত্রিক দেশের জন্য অশনিসংকেত হিসেবে দেখছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার।

পঞ্চম ও শেষ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের পরদিন বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময় ‘উপজেলা নির্বাচন প্রসঙ্গে আমার কথা‘ শীর্ষক একটি লিখিত বক্তব্য পড়ে শোনান মাহবুব তালুকদার। খবর সমকাল অনলাইন 

ইসি মাহবুব তালুকদার বলেন, এবারের উপজেলা নির্বাচনে সবচেয়ে আশঙ্কার দিক হচ্ছে ভোটারদের নির্বাচনবিমুখতা। একটি গণতান্ত্রিক দেশ ও জাতির জন্য নির্বাচনবিমুখতা অশনিসংকেত। যথোপযুক্ত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে অবশ্যই সমুন্নত রাখতে হবে।