সৌরভকে দুর্বৃত্তরা আটকে রেখেছিল: পুলিশ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০১৯ ০৭:০০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৮ বার।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভাগনে ইফতেখার আলম সৌরভকে দুর্বৃত্তরা আটকে রেখেছিল বলে জানিয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আবিদ হোসেন।

নিখোঁজের ১১দিন পর ময়মনসিংহের তারাকান্দা থেকে বৃহস্পতিবার উদ্ধার করা হয় সৌরভকে। এ নিয়ে সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার।

তিনি জানান, সৌরভকে দুর্বৃত্তরা আটকে রেখেছিল। তবে তাদের কোনও পরিচয় পাওয়া যায়নি। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। পরিবারের সঙ্গে কথা বলে পুলিশি হেফাজতে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ সুপার জানান, ভোর ৫টার পর ময়মনসিংহ শেরপুর রুটের তারাকান্দার মধুপুর বটতলা এলাকার জামিল অটোরাইস মিলের সামনে দুর্বৃত্তরা সৌরভকে ফেলে রেখে যায়। খবর পেয়ে তারাকান্দা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে সৌরভকে উদ্ধার করে।

গত ৯ জুন সন্ধ্যায় চাকরি দেওয়ার নামে বাসা থেকে ডেকে এনে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার আফমি প্লাজা এলাকা থেকে সৌরভকে অপহরণ করা হয় বলে দাবি পরিবারের।

পরিবারের অভিযোগ, চট্টগ্রামের প্রভাবশালী পোশাক ব্যবসায়ী আবু সালেহ চৌধুরী আজাদের যোগসাজশে সৌরভকে অপহরণ করা হয়েছে। তার মেয়ের সঙ্গে সৌরভের প্রেমের সম্পর্কের জের ধরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।

ভাগনে অপহরণ নিয়ে নিজেই তদন্তে নামার ঘোষণা দিয়ে নিয়মিত ফেসবুক লাইভে আপডেট জানাচ্ছিলেন সোহেল তাজ। সৌরভকে উদ্ধারের পরও ফেসবুক লাইভ করেন তিনি।