সুষ্ঠু পরিবেশ দিতে পারলে ভোটার উপস্থিতি বাড়বে: কবিতা খানম

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০১৯ ১২:২৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৮ বার।

সুষ্ঠু পরিবেশ দিতে পারলে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়বে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। বৃহস্পতিবার রংপুর বড়বাড়ি বয়েজ উচ্চ বিদ্যালয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম পরির্দশনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। খবর সমকাল অনলাইন 

কবিতা খানম বলেন, সুষ্ঠু পরিবেশ দিতে পারলে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়বে। উপজেলা নির্বাচনের শেষ ধাপে কিছু জায়গায় ভোটার উপস্থিতি ভালো ছিল। কিছু জায়গায় ভোটার আসলে অনেক কম ছিল।

তিনি বলেন, কমিশন কখনো পক্ষপাতমূলক আচারণ করে নাই। নির্বাচন কমিশন সব সময় এই ম্যাসেজটি দিয়ে আসছে যে, প্রার্থী প্রার্থীই, তার অন্য কোনো পরিচয় নেই। নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ করার কোনো সুযোগ নেই।

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) জাল ভোট দেওয়া বা কারচুপি করার কোনো সুযোগ নেই দাবি করে কবিতা খানম বলেন, ইভিএমে একবার ভোট দিলে আরেকবার ভোট দেয়ার সুযোগ থাকে না। সেই সঙ্গে ইভিএম মেশিন ছিনতাই হলেও বাড়তি ভোট দেয়ার কোনো সুযোগ এখানে নেই।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলামসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।