বগুড়া-৬ আসনে নির্বাচন থেকে স্বতন্ত্র প্রার্থী মিঠু সরে দাঁড়ালেন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ জুন ২০১৯ ১২:৩৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৩ বার।


বগুড়া-৬ (সদর) আসনের শূন্য আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী জেলা মোটর শ্রমিক ইউয়িনের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু। বৃহস্পতিবার বিকেলে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ভোটের মাঠে না থাকার কথা ঘোষণা করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন প্রার্থীর সমর্থনে নয় বরং নিজ পরিবার এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের পরামর্শেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
সৈয়দ কবির আহম্মেদ মিঠু নিজেকে গুটিয়ে নিলেও আগামী ২৪ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনের ব্যালট পেপারে তার নাম এবং ট্রাক প্রতীক থাকবে। কারণ প্রার্থীতা প্রত্যাহারের পর তিনি নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

বগুড়া-৬ (সদর) আসনের নির্বাচনে আরও যারা প্রার্থী হয়েছেন তারা হলেন আওয়ামী লীগ মনোনীত টি জামান নিকেতা, বিএনপি মনোনীত গোলাম মোহাম্মদ সিরাজ, জাতীয় পার্টি মনোনীত নুরুল ইসলাম ওমর, মুসলিম লীগের রফিকুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের মুনসুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মিনহাজ।