বিএনপির এক নেতার বিরুদ্ধে আরেক নেতার মামলা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০১৯ ১৩:৫১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৭ বার।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি নুরুল আনোয়ারের বাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় নগরীর চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার রাতে দলটির চট্টগ্রাম মহানগর সভাপতি ডা. শাহাদাত হোসেন, নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মঞ্জুর আলম তালুকদারের নাম উল্লেখ এবং আরো অজ্ঞাত ২০ জনকে আসামি করে নুরুল আনোয়ার বাদী হয়ে এই মামলা দায়ের করেন। তিনি চন্দনাইশ পৌরসভা বিএনপিরও সভাপতি। খবর সমকাল অনলাইন 

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি আবুল বাশার। তিনি জানান, নুরুল আনোয়ার মামলা দায়ের করেছেন এবং এই মামলায় ডা. শাহাদাতকে পধান আসামি করা হয়েছে।

এদিকে হামলার ঘটনাকে মিথ্যা ও সাজানো বলে দাবি করেছেন নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ। তিনি বলেন, ‘নুরুল আনোয়ারের বাসায় হামলায় আমাদের কোনো সম্পৃক্ততা নেই। যখন ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে তখন আমি গ্রামের বাড়ি পটিয়ায় ছিলাম। আর ডা. শাহাদাত ছিলেন চট্টগ্রাম আদালত ভবনে। পরবিারিক ঘটনাকে হামলার ঘটনা হিসেবে সাজিয়ে মিথ্যা মামলাটি দায়ের করা হয়েছে।’ অভিযোগ অস্বীকার করেছেন ডা. শাহাদাত হোসেনও।

এর আগে মঙ্গলবার নগরীর চান্দগাঁও থানার কে বি আমান আলী রোডের মনোরমা আবাসিক এলাকায় বিএনপি নেতা নুরুল আনোয়ারের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। নুরুল আনোয়ার জানান,  দক্ষিণ জেলা বিএনপির এক সভায় দলের সাংগঠনিক কমিটি গঠনে শাহাদাতের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তোলেন তিনি। এ সময় শাহাদাত হোসেন সম্পর্কে বক্তব্যে কিছু কথাও বলেন। অভ্যন্তরীণ সভার সেই সব কথা দলের কেউ শাহাদাতের কাছে পৌঁছে দেন। এতে শাহাদাত আমার ওপর ক্ষুব্ধ হয়েছেন এবং তার নির্দেশে হামলা চালানো হয়েছে।

এদিকে বিএনপি নেতা ডা. শাহাদাত ও ছাত্রদল নেতা গাজী সিরাজ উল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপির কেন্দ্রিয় ও স্থানীয় নেতৃবৃন্দ। বুধবার গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান, আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, বেগম রোজী কবীর, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, শ্রমবিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি চাকসু ভিপি নাজিম উদ্দিন, এমএ হালিম, সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলন থেকে ডা. শাহাদাত হোসেনকে দূরে রাখতে সরকার নীল নকশার অংশ হিসেবে পোষ্য দালাল নুরুল আনোয়ারকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এই মামলা প্রত্যাহার করে নিতে হবে।