বাংলাদেশের খেলায় মুগ্ধ শোয়েব আখতার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০১৯ ০৪:৪২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৬ বার।

অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলেও বাংলাদেশের লড়াকু পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার। বোলিংয়ে আরেকটু নিয়ন্ত্রণশীল হলেই মাশরাফীরা জয় পেতে পারতো বলে মনে করেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ পারফরম্যান্স দেখালে শেষ পর্যন্ত ৪৮ রানে হারে বাংলাদেশ। ৩৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আট উইকেট হারিয়ে ৩৩৩ রানে থামে টাইগারদের রানের চাকা।

ম্যাচ শেষে বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করে টুইট করে শোয়েব, “আবারো বাংলাদেশের কাছ থেকে দুর্দান্ত লড়াকু মানসিকতার প্রদর্শনী। শেষদিকের ওভারগুলোতে তারা অতিরিক্ত রান দিয়েছে। অন্যথায় এটি বেশ ভালো করেই তাদের ম্যাচ হয়ে উঠতে পারত।”

শোয়েব মনে করেন, বড় লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের কাছ থেকে শেখার আছে অন্যান্য দলের- “আজকে তারা (বাংলাদেশ) যেভাবে বড় লক্ষ্যের পেছনে ছুটেছে, এটি বড় একটি শিক্ষা।”

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পাওয়ার পরও বাংলাদেশের উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন শোয়েব। বলেছিলেন, বাংলাদেশের কাছ থেকে পাকিস্তানের কিছু না কিছু শেখার আছে।