বগুড়ায় র‍্যাবের অভিযানে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার এক প্রতারক গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ জুন ২০১৯ ০৫:০৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৪৪ বার।

বগুড়ায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের আলমগীর হোসেন (৩২) নামের  এক প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় শহরের লতিফপুর মধ্যপাড়ায় অভিযান চালিয়ে গ্রেফতারের সময় তার কাছ থেকে ২টি মোবাইল এবং জনতা ব্যাংকের মোট  দশ লাখ টাকার দুইটি চেক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত প্রতারক সিরাজগঞ্জের সলঙ্গার আবেদ আলীর ছেলে।

 র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান পুণ্ড্রকথাকে বলেন, ‘গ্রেফতারকৃত প্রশ্নফাঁসকারী প্রতারক তার মোবাইল ফোনে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র দেওয়ার কথা বলে চেকের মাধ্যমে টাকা নিয়ে প্রতারণা করে আসছিল বলে খবর পাই। সেই ভিত্তিতে আমরা শহরের লতিফপুর মধ্যপাড়ায় প্রতারকের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে দশ লাখ টাকার চেক ও দুইটি মোবাইলসহ গ্রেফতার করি।'  তিনি আরও বলেন, প্রতারকের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।'