ইরানে হামলার অনুমোদন দিয়ে সিদ্ধান্ত পরিবর্তন ট্রাম্পের

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০১৯ ১১:৪৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৭ বার।

যুক্তরাষ্ট্রের গুপ্তচর ড্রোন ইরান ভূপাতিত করার পর দেশটিতে হামলার অনুমোদন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। বৃহস্পতিবার ট্রাম্প এ হামলার অনুমোদন দিলেও পরে আবার সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি। খবর বিবিসির

হোয়াইট হাউজের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অল্প কয়েকটি টার্গেটের উপর এই হামলার পরিকল্পনা নেওয়া হয়েছিল। ইরানে হামলার জন্য প্রাথমিক প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু পরে ট্রাম্প তার সিদ্ধান্ত পরিবর্তন করেন।

তেহরান বলছে, বৃহস্পতিবার সকালে তাদের আকাশসীমায় একটি মার্কিন এয়ারক্রাফট প্রবেশ করে, যেটিকে ভূপাতিত করা হয়েছে। 

তবে যুক্তরাষ্ট্র বলছে, আন্তর্জাতিক আকাশসীমার উপর দিয়ে যাওয়ার সময় ড্রোনটিকে ভূপাতিত করে ইরান। এর জবাব দিতেই হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প।