দ্বিগুণ গতিতে গলছে হিমালয়ের বরফ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০১৯ ১২:৫২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৪৯ বার।

বিংশ শতাব্দীর শেষদিকের চেয়ে দ্বিগুণ গতিতে গলছে হিমালয়ের হিমবাহ। ৪০ বছরে মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র থেকে তোলা ছবি পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা এ কথা বলছেন।

পর্যবেক্ষণে দেখা গেছে, হিমালয়ের বরফ আশঙ্কাজনক হারে গলছে। এমন চলতে থাকলে অন্তত একশ কোটি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হবে।

বুধবার সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত প্রতিবেদনে এমন হুশিয়ারি জানানো হয়েছে। পৃথক আরেকটি গবেষণা রিপোর্ট মতে, গলে যাচ্ছে আইসল্যান্ডের বরফ। গ্রিনহাউস গ্যাসের মাত্রা বাড়তে থাকলে আগামী শতাব্দীর মধ্যে দেশটির সব বরফ গলে যাবে। খবর এএফপির।

বিজ্ঞানীরা বলছেন, গত শতকের তুলনায় হিমালয়ের হিমবাহ এখন দ্বিগুণ হারে গলছে। ২০০০ সাল থেকে বছরে শতকরা এক ভাগ করে গলছে বরফ। ফলে বছরে সাড়ে পাঁচ ফুটের (৫০ সেন্টিমিটার) চেয়েও বেশি কমছে বরফ। আগের ২৫ বছরের তুলনায় দ্বিগুণ হারে কমছে বরফ। বরফ এই হারে গলায় বিজ্ঞানীরা শঙ্কিত।

তারা বলছেন, এর ফলে ভারত, চীন, নেপাল, ভুটানসহ এশিয়ার কয়েকটি দেশের অন্তত একশ কোটি মানুষের জন্য পানির সংকট দেখা দিতে পারে।