ইন্দোনেশিয়ায় দেশলাইয়ের কারখানায় আগুন, নিহত ৩০

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০১৯ ১৩:৪১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২১ বার।

বাড়ির ভেতর দেশলাইয়ের কারাখানা। সেই কারখানায় লেগে যায় আগুন। চোখের পলকে শিশুসহ ৩০ জন তাতে পুড়ে ছাই। শুক্রবার দুপুরে ইন্দোনেশিয়ার নর্থ সুমাত্রা প্রদেশে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দা বুড়ি জুলকিফ্লি বিবিসিকে জানান, দুপুরে নামাজ পড়তে যাওয়ার সময় বিকট একটি শব্দ শুনতে পান তিনি। একটু পর বুঝতে পারেন, আগুন ধরে গেছে।

পুলিশ জানিয়েছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এমনটি হতে পারে।

দেশটির স্থানীয় গণমাধ্যম মেট্রো টিভি জানিয়েছে, নিহত সবাই কারখানার ভেতর আটকা ছিলেন। সেখানে বের হওয়ার কোনো পথ ছিল না।

তাদের ভেতরে তালা দিয়ে রাখা হয়েছিল বলেও ধারণা করা হচ্ছে।

কারখানার ভেতর শিশুরা কীভাবে আসল সেটি নিশ্চিত নয়। তবে বেঁচে যাওয়া এক কর্মী জানিয়েছেন, শিশুরা তাদের মা-বাবার সঙ্গে এসেছিল।

ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মরার ঘটনা নতুন কিছু নয়। অব্যবস্থাপনার কারণে দেশটিতে প্রায় এমন দুর্ঘটনা ঘটে।

২০১৭ সালে জাকার্তার একটি ফ্যাক্টরিতে আগুন লেগে ৪৬ জন প্রাণ হারান। ২০১৯ সালেও একাধিকবার সেখানে আগুন লাগার ঘটনা ঘটে। কয়েক মাস আগে ২০ জন মারা যাওয়ার খবর পাওয়া যায়।