ধুনটে শিক্ষার্থীদের সততার স্বাক্ষর !

ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৮ ১১:৩৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৬২ বার।

বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউএকে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সততার স্বাক্ষর রেখেছে। বিদ্যালয়ের বিক্রেতা বিহীন সততা স্টোরের কেনকাটায় তারা সততার পরিচয় দিয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, গোপালনগর ইউএকে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি এবং নৈতিক শিক্ষা চর্চার লক্ষ্যে বিক্রেতা বিহীন সততা স্টোর খোলা হয়। দুর্নীতি দমন কমিশনের আর্থিক সহযোগীতায় এ স্টোরের যাত্রা শুরু হয়। গত ১৪ সেপ্টেম্বর সততা স্টোরটি ১৮হাজার ৮০০টাকার পণ্যনিয়ে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে। হরেক রকমের পণ্যে সাজানো বিদ্যালয়ের একটি কক্ষ, যেন একটি দোকান ঘর। কিন্তু দোকানে কোন বিক্রেতা নেই। প্রতিটি পণ্যের সাথে রয়েছে মূল্য। এ দোকানের ক্রেতা হচ্ছে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। সততা স্টোর থেকে শিক্ষার্থীরা পণ্য কিনে রেজিষ্টার খাতায় নিজের নাম, পণ্যের নাম এবং মূল্য উল্লেখ করে। আর পণ্যের মূল্য পরিশোধ করে নির্ধারিত একটি ড্রামে টাকা ফেলে। এ স্টোর পরিচালনায় বিদ্যালয়ের শিক্ষকদের একটি কমিটি রয়েছে।

বুধবার সকালে সততা স্টোরের প্রথম কিস্তির বিক্রি শেষ হওয়ায় টাকা জমা দেওয়ার ক্যাশ আনুষ্ঠানিক ভাবে খোলা হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক, সততা স্টোর পরিচালনা কমিটির আহ্বায়ক সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম, সদস্য কামাল পাশা ও বাবুল রেজা। শিক্ষার্থীদের জমা দেওয়া টাকা গুনে মূলধন ১৮হাজার ৮০০টাকা ফিরে পেয়েছে সততা স্টোরের পরিচালনা কমিটি।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক বলেন, গোপালনগর ইউএকে উচ্চ বিদ্যালয়ের সততা স্টোরে শিক্ষার্থীরা সততার পরিচয় দিয়েছে। বিক্রেতা বিহীন দোকান থেকে কোন পণ্য চুরির ঘটনা ঘটেনি। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা সত্যিই প্রশংসার দাবী রাখে।