শেরপুরে জুয়ার আস্তানা গুড়িয়ে দিল পুলিশ : গ্রেফতার সাত

শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৮ ১২:৩৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০০ বার।

বগুড়ার শেরপুরে জুয়ার আস্তানা গুড়িয়ে দেয়া হয়েছে। এসময় জুয়া খেলার সরঞ্জামসহ সাত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। উপজেলার ভবানীপুর ইউনিয়নের খোর্দ বগুড়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়।  মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ভবানীপুর ইউনিয়নের খোর্দ বগুড়া গ্রামের দবির উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (৫০), একই ইউনিয়নের শঠিবাড়ি গ্রামের আব্দুল মজিদের ছেলে বাবুল হাসান (২৮), মৃত মালেক আকন্দের ছেলে হায়দার আলী (৩৮), ইটালী গ্রামের জামাল উদ্দিনের ছেলে ওমর আলী (৩০), সাহেব আলীর ছেলে ইউসুফ আলী (২৫), ঘোগা গ্রামের মৃত খাদেম আলীর ছেলে আব্দুল হান্নান (৪০) ও পাশের মির্জাপুর ইউনিয়নের ভাদড়া গ্রামের গোলাম সারওয়ারের ছেলে শওকত আলী (২৫)। 

শেরপুর থানার এসআই আতোয়ার রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘদিন থেকেই খোর্দ বগুড়া গ্রামের জয়নাল আবেদীন তার বাড়িতে জুয়ার আস্তানা বসিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন। গোপনে এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। একইসঙ্গে আস্তানাটি গুড়িয়ে দিয়ে সাত জুয়ারিকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে তিন প্যাকেট তাস, নগদ ৭হাজার ৪৫০টাকা, সিগারেট ও ম্যাচ জব্দ করা হয় বলে এই পুলিশ কর্মকর্তা জানান।