ভিয়েতনামের হ্যাকারদের কবলে বাংলাদেশের ফেসবুক আইডি!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০১৯ ১৪:৩০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৭ বার।

দেশীয় বিভিন্ন স্প্যামিং ও হ্যাকিং টিম দ্বারা বিভিন্নভাবে আইডি হারানো ও ক্ষতিগ্রস্ত হবার সঙ্গে সঙ্গে এখন যুক্ত হয়েছে ভিয়েতনামের হ্যাকারদের আক্রমণ। বেশ কিছুদিন ধরে ভিয়েতনামের বিভিন্ন স্প্যামার এবং ছোট ছোট হ্যাকার টিমগুলো বাংলাদেশি আইডিগুলোর সিকিউরিটি জনিত দুর্বলতার সুযোগ নিয়ে আইডিগুলো সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে। আর আইডিগুলোর অ্যাক্সেস নিতে না পারলে ডিজেবল করে দিচ্ছে। ঘটনার নেপথ্য নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ক্রাফের সভাপতি জেনিফার আলম।

কিভাবে হ্যাক হচ্ছে?

প্রথমত ভিয়েতনামের হ্যাকাররা ২০১৩ সাল বা তার আগে খোলা ইয়াহু মেইল। হটমেইল, আউটলুক মেইলগুলো হ্যাক করছে। এই মেইলগুলোর ইউজাররা সাধারণত অনেকদিন যাবত মেইলে লগইন করেন না। দ্বিতীয়ত হ্যাকাররা ওই সব হ্যাক করা মেইলে থাকা ফেসবুক আইডি পেলে সেগুলো বিক্রি করে দিচ্ছে দেশেরই নরমাল ইউজারদের কাছে।

কেন হ্যাক হচ্ছে?

ভিয়েতনামের হ্যাকারদের বাংলাদেশী ফেসবুক আইডি হ্যাক করার প্রাথমিক কারণ হিসাবে ধরা হচ্ছে ফেসবুকের পুরাতন আইডির ওপর তাদের বিশেষ আকর্ষণ। উল্লেখ্য যে তারা শুধুমাত্র পুরাতন আইডিগুলোই বেশি হ্যাক করছে যেসব আইডিগুলোর বয়স ৫ বছর বা তার বেশি। তারা এই আইডিগুলো নিজেদের দেশের সাধারণ ইউজারদের কাছে বিক্রি করে দিচ্ছে এবং সাধারণ ইউজাররা সেগুলো কিনে নিয়ে নিজেরা ব্যবহার করছে।

হ্যাকারদের টার্গেট কারা?

ভিয়েতনামের হ্যাকারদের টার্গেট শুধুমাত্র পুরাতন ফেসবুক আইডিগুলোই।

হ্যাক রোধের উপায় কি?

যেহেতু তারা প্রথমে মেইল হ্যাক করে সেটা দিয়ে ফেসবুক আইডি হ্যাক করছে; সেহেতু তাদের থেকে আইডি সুরক্ষিত রাখতে হলে প্রথমেই নিজের ইমেইল সিকিউর আছে কিনা সেই ব্যাপারে সতর্ক হতে হবে।

শুধুমাত্র সেসব মেইলগুলোই হ্যাক হচ্ছে যেগুলো কিনা অনেক পুরনো এবং সেই ইমেইলগুলোতে ইউজাররা লগইন করেন না বা সেই ইমেইলের পাসওয়ার্ড ইউজাররা জানেন না। এবং ফেসবুকের সকল সিকিউরিটি অপশন যথাযথভাবে অন করা নাই।

এছাড়া আমাদের দেশের ইউজাররা ইদানীং ফেসবুকের সিকিউরিটি বৃদ্ধির দিকে মনোযোগ দিলেও, ইমেইল সিকিউরিটির বিষয়টি এড়িয়ে যান, যা পরবর্তীতে আইডিকে হুমকির মধ্যে ফেলে দেয়।

এ বিষয়ে ক্রাফের টেকনিক্যাল টিমের সফিকুল ইসলাম বলেন, যারা ইয়াহু, হটমেইল, আউটলুক মেইল ইউজ করেন তারা দ্রুত মেইলের সকল সিকিউরিটি ফিচারগুলো অন করে নিন। মেইলের পাসওয়ার্ড অবশ্যই পরিবর্তন করবেন।

আর যদি পাসওয়ার্ড ভুলে যাওয়া মেইলের পাসওয়ার্ড রিকোভারের কোন সুযোগ না থাকে তাহলে অতি দ্রুত আপনার ফেসবুক আইডি থেকে সেই মেইল রিমুভ করে দিয়ে নতুন মেইল এড করবেন। অন্যথায় হতে পারে আপনার আইডিও ভিয়েতনামের হ্যাকারদের কবলে চলে যাবে।