বগুড়ায় মার্কিন রাষ্ট্রদূত বললেন, আমেরিকা সব সময় অবাধ সুষ্ঠু ও  গ্রহণযোগ্য নির্বাচনকে উৎসাহিত করে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ জুন ২০১৯ ১০:৪১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৭৮ বার।

বগুড়া-৬ (সদর) শূন্য আসনে সোমবারের ভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট ই. মিলার। রোববার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি নির্বাচনের জন্য এখানে আসিনি। তবে আমেরিকা সব সময় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনকে উৎসাহিত করে। কালকের (সোমবার) নির্বাচনে সবার জন্য শুভ কামনা থাকবে।’
সাংবাদিকদের সঙ্গে আলাপের আগে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট ই. মিলার বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের সঙ্গে দুপুর পৌণে ২টায় তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন। জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গে রবার্ট ই. মিলার বলেন, ‘রংপুরে আমেরিকা ও বাংলাদেশ বিমান বাহিনীর যৌথ সামরিক অনুশীলন (এক্সারসাইজ) চলছে। সেটি  পরিদর্শনে আমি রংপুর যাচ্ছি। যেহেতু বগুড়ার ওপর দিয়েই রংপুর যেতে হচ্ছে তাই মনে করলাম এখানকার সবার সঙ্গে দেখা হবে।’
সোমবার বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রথম ওই আসনের ১৪১টি কেন্দ্রের সবগুলোতে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। স্থানীয় প্রশাসন এরই মধ্যে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পুলিশ, র‌্যাব ও আনসারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় সাড়ে ৩ হাজার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ১৫ প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে। রিটার্নিং অফিসার বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্্ জানিয়েছেন, সোমবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
মার্কিন রাষ্ট্রদূত রবার্ট ই. মিলারের সঙ্গে সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেন,‘এটি তার (মার্কিন রাষ্ট্রদূত) কার্টেসি ভিজিট। তিনি রংপুর যাচ্ছিলেন। যাওয়ার পথে এখানে এসেছিলেন।’ সোমবারের নির্বাচন নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে কোন কথা হয়ে হয়েছে কি’না-এমন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেন, ‘না, নির্বাচনের বিষয়ে কোন কথা হয়নি। তবে কালকের (সোমবার) নির্বাচনের বিষয়টি জানার পর তিনি উল্টো জানতে চেয়েছেন আমরা নিশ্চয় নির্বাচন নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছি।’ ইভিএমে ভোট গ্রহণ নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের আগ্রহ প্রসঙ্গে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেন, ‘বগুড়ায় যে ইভিএমে ভোট হচ্ছে সেটা তাঁর জানা ছিল না। আমরাই তাকে ইভিএমে ভোট গ্রহণের কথা বলেছি।’