শেরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু : চালক গুরুতর আহত

শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৮ ১২:৪৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২৩ বার।

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী দ্বীন ইসলাম (১৭) নামের এক কিশোর মারা গেছেন।  বুধবার বেলা দুইটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দ্বীন ইসলাম উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের বাগড়া চকপোতা গ্রামের আসলাম হোসেনের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেল চালক একই গ্রামের হাফিজুর রহমানের ছেলে সালমান শাহ (২২) আহত হন। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁর অবস্থাও গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। 

নিহতের স্বজন, প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, গত ২৩সেপ্টেম্বর রাত  নয়টার দিকে উপজেলার মির্জাপুর বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার পথে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরুয়া বটতলা বাজার এলাকায় অজ্ঞাত পরিচয়ের একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক সালমান শাহ ও দ্বীন ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাঁদের প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। এরপর অবস্থার অবনিত ঘটলে তাৎক্ষণিক তাদের বগুড়ার শজিমেকে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানে দ্বীন ইসলামের অবস্থার আরও অবনতি ঘটে। একপর্যায়ে তাঁকে ঢাকার একটি হাসাপাতালে পাঠানো হয়। আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দ্বীন ইসলাম মারা যান। এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার এসআই আতোয়ার রহমান বলেন, এমন ঘটনার কথা শুনেছি।