১৫ প্লাটুন বিজিবি মোতায়েন

বগুড়ায় নির্বাচনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা!

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ জুন ২০১৯ ১২:৪৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৬৬ বার।

বগুড়া-৬  শুন্য আসনে ১৪১ ভোট কেন্দ্রের মধ্যে ১৩০টি কেন্দ্রকেই অধিক গুরুত্বপূর্ন (ঝুকিপূর্ণ) কেন্দ্র হিসেবে চিহিৃত করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা। ঝুকিপূর্ন কেন্দ্রগুলোয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা হিসেবে থাকছে অস্ত্রধারী উপপুলিশ পরিদর্শক ২ জন, সাধারণ পুলিশ ৫ জন ও মহিলা এবং পুরুষ আনসার ১২ জন। সাধারন ভোট কেন্দ্রে উপপুলিশ পরিদর্শক ১ জন,সাধারণ পুলিশ ৪ জন ও মহিলা এবং পুরুষ আনসার ১২ জন থাকছে। মোট ১৫ প্লাটুন বিজিবি থাকছে। তারমধ্যে প্রতিটি ইউনিয়নের একপ্লাটুন করে ২০ থেকে ৩০ সদস্য বিজিবি,পৌরসভা এলাকায় ২ প্লাটুন ও ২ প্লাটুন রির্জাভ হিসেবে থাকছে। পুলিশ,আর্মড পুলিশ ও আসনার সমন্বয়ে ৪৮টি মোবাইল ফোর্স এবং ১২টি স্টাইকিং ফোর্স থাকছে। থাকছে র‌্যাবের মোবাইল টিম ও নিরাপত্তার বিশেষ টিম। ১২ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োজিত থাকছে। মোট ১১ টি ইউনিয়ন ও পৌরসভার ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনে ভোট গ্রহনের সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মাহবুব আলম শাহ্ নিশ্চিত করেন। গতকাল রোববার সকল কেন্দ্রে বিজিবি,র‌্যাব,আর্মড পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃংখলা বাহিনী টহল দিতে শুরু করেছে। জেলা গোয়েন্দা পুলিশ(ডিএসবি) জানায়, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রায় সাড়ে তিন হাজার সদস্য কাজ করবেন। এর মধ্যে প্রায় এক হাজার পুলিশ, ৪০০ জন বিজিবি সদস্য, ৪৫০ জন র‌্যাব সদস্য, এবং এক হাজার ৭০০ আনসার সদস্য রয়েছেন। পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বলেন শান্তিপূর্ন পরিবেশে ভোটগ্রহনের জন্য সকল প্রকার সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

রোববার রাত ১২ টা থেকে সোমবার ভোটের রাত ১২ টা পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে। জেলা প্রশাসক ফয়েজ আহম্মেদ এক বিজ্ঞপ্তিতে যানবাহন চলাচলের উপর নিষেধাঞ্জা আরোপ করেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় নির্বাচনী এলাকার মধ্যে রোবাবার রাত ১২ থেকে সোমবার রাত ১২ টা পর্যন্ত যানবাহন চলাচল করা যাবেনা। যানবাহনগুলোর মধ্যে রয়েছে বাস, ট্রাক, অটোটেম্পু, সিএনজি চালিত অটোরিসকা, মোটর সাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস, পিকআপ ও ইজিবাইক। তবে নির্বাচনী কাজের সঙ্গে সংশ্লিষ্টরা এবং পর্যবেক্ষক ও সাংবাদিক,প্রার্থী এবং প্রার্থীর প্রতিনিধিরা রির্টানিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে যানবাহন ব্যবহার করতে পারবেন।