সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইচের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত

অরূপ রতন শীলঃ
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৮ ১৪:২৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৭০ বার।

বুধবার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের রাউতারা গ্রামে নৌকা বাইচ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব  অনুষ্ঠিত হয়। প্রায় এক যুগ ধরে গ্রাম বাংলার এই ঐতিহ্য ধরে রেখেছে রাউতারা গ্রামের যুব সমাজ । সোনাই নদীতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সিরাজগঞ্জ এবং পাবনার বিভিন্ন উপজেলার ১৬টি নৌকা অংশগ্রহণ করে। পয়েন্টের উপর নির্ভর করে প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য  ফাইনাল রাউন্ডে  উল্লাপাড়া উপজেলার ‘ছুড়ী বলাকা’ এবং চক চবিলার ‘দূর্জয় বাংলা ৭১’ প্রতিযোগিতা করে। দুই নৌকার মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব প্রমাণ করে প্রথম হয় 'ছুড়ী বলাকা।'

 নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোতাজিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলমগীর জাহান বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ মিল্ক ভিটার ভাইস চেয়ারম্যান শেখ আব্দুল হামিদ লাভলু, রুপবাটি ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, পোতাজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম শামীম হোসেন,পরিবার পরিকল্পনা পরিদর্শক মুকুল কুমার শীল,যুবলীগ নেতা রাশেদুল হায়দার এবং রতন তালুকদার। বাইচ পরিচালনা করেন ইয়ানুর রহমান জালাল এবং সঞ্চালনা করেন রফিকুল চৌধুরী। নৌকা বাইচ শেষে প্রধান অতিথি আলমগীর জাহান বাচ্চু প্রথম পুরস্কার হিসেবে মোটর সাইকেল তুলে দেন।