শিবগঞ্জে পুলিশ ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ৪ পুলিশ আহত

পুণ্ড্রকথা রিপোর্টঃ
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৩৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৩২ বার।

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পুলিশের পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটো রিকশার (টেম্পু) মুখোমুখি সংঘর্ষে এক এসআই ৩ কনস্টবলসহ ৮ জন আহত হয়েছে। বুধবার বিকেল ৪টায় মহাস্থান-শিবগঞ্জ সড়কের ফায়ার স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।


আহতরা হলেন, শিবগঞ্জ থানার এসআই মোস্তাফিজার রহমান, পুলিশ পিককাপ ভ্যানের চালক আনোয়ার হোসেন, কনস্টবল আব্দুর রহিম, ইমদাদুল হক। এছাড়ার আহত হয়েছেন অটো রিকশার চালক উপজেলার উথলী গ্রামের জিল্লুর রহমান, যাত্রী গোপাল মোহন্ত, গৌতম দাস ও তার মা  রেখা রানী।
আহতদের মধ্যে তিন যাত্রীকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ভর্তি করা হয়েছে।


স্থানীয়রা জানান, গতকাল বিকেলে সিএনজিচালিত অটোরিকশাটি উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের রথবাড়ী থেকে তিনজন রোগী নিয়ে বগুড়ায় একটি ক্লিনিকে যাবার পথে বগুড়া থেকে শিবগঞ্জ থানায় আসার পথে পুলিশ ভ্যানটির সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় অটোরিকশাটি যাত্রীসহ রাস্তার পাশে ধান খেতে উল্টে যায়।


শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, অটোরিকশাটি রঙ সাইডে আসার কারণে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। অটোরিকশাটি আটক করেছে পুলিশ।