সালমান শাহর মৃত্যু: মামলার তদন্ত প্রতিবেদন ফের পেছাল

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০১৯ ০৬:২১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৫ বার।

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৩ জুলাই পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। রোববার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। তবে এদিন মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ নতুন এ দিন ধার্য করেন। একই সঙ্গে পিবিআইকে দ্রুত অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তাগিদ দেন। ২০১৬ সালের ৬ ডিসেম্বর আদালত এ মামলা অধিকতর তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে পিবিআইকে নির্দেশ দিয়েছিলেন। খবর সমকাল অনলাইন

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ১১/বি নিউ ইস্কাটন রোডের নিজ বাসা থেকে সালমান শাহর লাশ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই অপমৃত্যুর মামলা করেন তার বাবা কমরউদ্দিন, যা পরে রূপান্তরিত হয় হত্যা মামলায়। চূড়ান্ত প্রতিবেদনে আসে আত্মহত্যা করেছেন সালমান শাহ। এ নিয়ে রিভিশন দায়ের করে তার পরিবার। তিনি মারা যাওয়ার পর মা নীলা চৌধুরী বাদী হিসেবে আসেন। তিনি আগের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। 

নীলা চৌধুরী ছেলে সালমানের স্ত্রী সামিরা হক, চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ ১১ জনকে এ মৃত্যুর জন্য দায়ী করেন। অপর আসামিরা হলেন- সামিরা হক, সামিরার মা লতিফা হক লুসি, রিজভী আহমেদ ওরফে ফরহাদ, এফডিসির সহকারী নৃত্য পরিচালক নজরুল শেখ, ডেভিড, আশরাফুল হক ডন, রাবেয়া সুলতানা রুবি, মোস্তাক ওয়াইদ, আবুল হোসেন খান ও গৃহপরিচারিকা মনোয়ারা বেগম