সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ আজকের মধ্যে: রেল সচিব

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০১৯ ০৬:২৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩১ বার।

মৌলভীবাজারের কুলাউড়ায় উপবন এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়ে খালে পড়ে যাওয়ার ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ সোমবারের মধ্যে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ পুনরায় চালুর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন রেলওয়ে সচিব মো. মোফাজ্জেল হোসেন। তখন আজ কয়টার মধ্যে ট্রেন যোগাযোগ চালু হতে পারে সে বিষয়ে নির্দিষ্ট সময় উল্লেখ করেননি রেল সচিব। খবর সমকাল অনলাইন

সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে রেলওয়ে সচিব মো. মোফাজ্জেল হোসেন এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তি‌নি ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে কুলাউড়ায় অবস্থান কর‌ছেন।

সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তঃনগর উপবন এক্সপ্রেস রোববার রাত পৌনে ১২টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়ে খালে পড়ে যায় এবং একটি বগি উল্টে যায়। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশন থেকে ২০০ মিটার দূরে কালা মিয়া বাজার সংলগ্ন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। 

উপবন এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়ে খালে পড়ে যাওয়ার ঘটনায় সোমবার সকাল পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবির সদস্যদের সমন্বয়ে উদ্ধারকাজ অব্যাহত আছে।

নিহত চারজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ফাহমিদা ইয়াসমীন ইভা। তি‌নি সিলেট ওসমানি মেডিকেল কলেজের নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, বাড়ি সিলেটে। অপরজন মনোয়ারা পারভীন (৪৫)। বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া এলাকায়।