ভাইয়ের লাশ ফেলে ফেনসিডিলের বস্তা নিয়ে নিয়ে পালালেন যুবক

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০১৯ ০৮:১৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১১ বার।

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদে ফেনসিডিলের ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 

নিহতের নাম সাজেদুল ইসলাম বাবু (২৬)। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সোনাপুর গ্রামের আজমুল হোসেনের ছেলে। নিহত বাবু ফেনসিডিল ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। খবর সমকাল অনলাইন 

শিবগঞ্জ থানার ওসি শিকদার মশিউর রহমান জানান, ফেনসিডিল চোরাচালানকে কেন্দ্র করে দ্বন্দের জেরে রোববার রাতের কোন এক সময় সাজেদুল ইসলাম বাবুকে প্রতিপক্ষের লোকজন সোনাপুর এলাকার একটি আম বাগানে গলা কেটে হত্যা করে। বিষয়টি ভিন্ন খাতে নিতে ভোরের দিকে নিহতের ছোট ভাই শামিম ১ বস্তা ফেনসিডিল নিয়ে পালিয়ে যান। কিন্তু এরই মধ্যে বিষয়টি জানাজানি হয়ে পড়ায় লাশ ও পাশে থাকা ২ কার্টন ফেনসিডিল সরাতে ব্যর্থ হন তিনি। খবর পেয়ে সোমবার সকালে শিবগঞ্জ থানা পুলিশ মাকব কারবারী বাবুর লাশ উদ্ধার করে। এ সময় নিহতের পাশে থাকা ২টি কার্টন থেকে ৪৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।