দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হলো পঞ্চগড়ের বোদায়

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৪ জুন ২০১৯ ১৫:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৭ বার।

পঞ্চগড়ের বোদায় হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড পরিচালিত কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি হাসপাতাল এবং দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের যৌথ আয়োজনে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড চত্তরে সোমবার দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। মোট ১৪০ জন পুরুষ এবং ১৯৩ জন মহিলাকে চিকিৎসা প্রদান করা হয়। এরমধ্যে ৫১ জন ছানিপড়া রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য নির্বাচিত করা হয় এবং অপারেশনের জন্য দিনাজপুর গাউসুল আজমে নিয়ে যাওয়া হয়।

আগামীকাল মঙ্গলবার ২৫ জুন ২০১৯ খ্রিঃ তাদের অপারেশন সম্পন্ন হবে। তাদের যাতায়াত, আবাসন, খাবার এবং অপারেশনের যাবতীয় খরচ বহন করবে আয়োজক প্রতিষ্ঠান দুটি। উক্ত চক্ষু শিবিরে ইয়ূথ এগেইনষ্ট হাঙ্গার এবং কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি হাসপাতাল এর স্বাস্থ্য পাঠশালার সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করে।