আড়াইশ’ কোটি টাকার বিয়েতে ১৫ হাজার কেজি আবর্জনা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০১৯ ১২:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৫ বার।

ভারতের বড় ব্যবসায়ীদের ঘরের বিয়ে মানে আলোচনার শেষ নেই। রীতিমতো রাজকীয় এসব বিয়েতে বাদ থাকে না কোনো আয়োজন। সম্প্রতি এক ব্যবসায়ীর দুই ছেলের বিয়ে শিরোনাম হলো সংবাদমাধ্যমে।

জি নিউজ জানায়, প্রায় ২০০ কোটি রুপির ( বাংলাদেশি মুদ্রায় যা প্রায় আড়াইশ’ কোটি টাকা) সেই বিয়ের অনুষ্ঠানে ছিল একাধিক চোখ ধাঁধাঁনো আয়োজন।

বলিউড থেকে নাচতে দেরাদুনে উড়ে এসেছেন ক্যাটরিনা কাইফের মতো তারকাও।

টানা দুই ঘণ্টার যোগচর্চার জন্য আনা হয় যোগগরু রামদেবকেও। অতিথি হিসেবে ছিলেন না কারা! মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজনৈতিক নেতাসহ সব রথী-মহারথীরা।

কিন্তু বিশাল অনুষ্ঠানের পর ওই এলাকায় পড়ে থাকা বিপুল পরিমাণ আবর্জনার কারণে সমালোচনাও হচ্ছে উত্তরাখণ্ডের ওই বিয়ে নিয়ে।

জানা যায়, দক্ষিণ আফ্রিকার প্রবাসী ব্যবসায়ী অজয় গুপ্ত আর অতুল গুপ্তর দুই ছেলের বিয়ের অনুষ্ঠান ছিল এটি। এর জন্য ১৮ থেকে ২২ জুন পর্যন্ত শহরের প্রায় সব হোটেল আর রিসোর্টই অতিথিদের জন্য বুকিং ছিল।

সুইজারল্যান্ড থেকে দামি অর্কিড আর ফুল আনা হয়েছিল বিয়েবাড়ি সাজানোর জন্য। কিন্তু হাজার হাজার অতিথিদের আপ্যায়নের পর সেখানে যে বিপুল পরিমাণ আবর্জনা জমা হয় তা দেখে রীতিমতো চিন্তায় পড়েছেন স্থানীয় পৌরসভা কর্তৃপক্ষ।

বিয়েবাড়ির আবর্জনা পরিষ্কার করার জন্য অতিরিক্ত ২০ জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করতে হয়েছে পৌরসভা কর্তৃপক্ষকে।

জানা গিয়েছে, প্রায় ১৫ হাজার কেজি আবর্জনা সরানো হয়েছে বিয়েবাড়ি চত্বর থেকে। এই বিপুল পরিমাণ আবর্জনা সাফ করার জন্য পৌরসভা কর্তৃপক্ষের কাছে আরও ৫৪ হাজার টাকা দিতে হয়েছে গুপ্ত পরিবারকে।

এই বিয়ের জন্য পরিবেশ দূষিত ও ক্ষতিগ্রস্থ হয়েছে, এই মর্মে হাইকোর্টে ইতিমধ্যেই একটি জনস্বার্থ মামলা করা হয়েছে। ৭ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ বোর্ডকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী মাসের শুরুতে এই মামলার শুনানি হবে।