অন্ধ সেজে ৮ বছর সরকারি ভাতা গ্রহণ!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০১৯ ১৩:৩৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৩ বার।

সরকারি টাকা নেওয়ার জন্য অন্ধের অভিনয় করে ৮ বছর পার করার পর ধরা পড়েছেন দক্ষিণ কোরিয়ার এক ব্যক্তি। ওই ব্যক্তির প্রতিবেশী তাকে গাড়ি চালাতে দেখে পুলিশের কাছে অভিযোগ করেন।

বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বুসান ইওঞ্জে পুলিশ। তার নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি।

দেশটির গণমাধ্যম কোরিয়া হেরাল্ড জানিয়েছে, নিজেকে অন্ধ দাবি করে ওই ব্যক্তি ২০১১ সাল থেকে সরকারি ভাতা নিচ্ছিলেন। এখন পর্যন্ত তিনি কোরিয়ান সরকারের ৮৫ লাখ টাকা নিয়েছেন।

শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের দক্ষিণ কোরিয়া নিয়মিত ভাতা দেয়। কারো চোখে লেভেল ১ ভিজুয়াল সমস্যা থাকলে তিনি এই ভাতার জন্য বিবেচিত হন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির চোখে সাধারণ কিছু সমস্যা ছিল। সে জন্য একটি হাসপাতালে চিকিৎসাও নেন। কয়েক মাস বাদেই সেটি ঠিক হয়ে যায়। সাধারণ মানুষের মতোই দেখতে পান তিনি।

কারো চোখে লেভেল ১ ভিজুয়াল সমস্যা থাকলে গাড়ি চালানোর মতো কাজ তিনি করতে পারেন না। পুলিশ ওই ব্যক্তির ফোন থেকে গাড়ি চালানোর একাধিক ভিডিও পেয়েছে। অন্ধের অভিনয় করার কথা তিনি স্বীকারও করেছেন।