বগুড়ার ধুনটে স্কুল ছাত্রী অপহরণকালে দুই যুবক আটক

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুন ২০১৯ ১২:২২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৭ বার।

বগুড়ার ধুনট উপজেলায় স্কুল ছাত্রীকে অপহরণকালে দুই যুবককে আটক করেছে গ্রামবাসী। মঙ্গলবার বিকালে গোপালনগর ইউনিয়নের আড়িয়া-মোহন এলাকায় এই ঘটনা ঘটে। পরে গ্রামবাসী আটককৃতদের পুলিশের নিকট সোপর্দ করে।

আটককৃতরা হলো রাজশাহীর বাগমাড়া উপজেলার হায়াতপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে রাসেল উদ্দিন (২৫) এবং দুর্গাপুর উপজেলার আনোলিয়া গ্রামের বাবুল হোসেনের ছেলে শহিদ আলম (৩০)। 

মামলা সূত্রে জানা যায়, ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের আড়িয়ামোহন গ্রামের ফজলার রহমানের মেয়ে জলি খাতুন (১৪) খাটিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। মঙ্গলবার বিকালে বাড়ির অদূরে আড়িয়া-মোহন প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় ওই শিক্ষার্থী পায়চারী করছিল। এসময় রাসেল ও শহিদ তাকে অপহরণকরার উদ্দেশ্যে জোর পূর্বক সিএনজি চালিত অটোরিক্সায় তোলার চেষ্টা করে। জলি খাতুন চিৎকার করলে পরিবারের লোকজন অপহরণকারীদের হাত থেকে তাকে উদ্ধার করে। পরিস্থিতি বেগতিক দেখে সিএনজি নিয়ে চালক পালিয়ে যায়। তবে গ্রামবাসীর সহযোগিতায় অপহরনকারী রাসেল ও শহিদকে আটক করে জলির বাবা-মা। পরে আটককৃতদের ধুনট থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা ফজলার রহমান বাদী হয়ে আটককৃত দুই যুবকের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন। 

ধুনট থানার ওসি ইসমাইল হোসেন বলেন, 'স্কুল ছাত্রীকে অপহরণ চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আটককৃত দুই যুবককে বুধবার আদালতে পাঠানো হয়েছে।'