বগুড়ার ধুনটে মাদকদ্রব্য ও পাচারবিরোধী দিবসের র‌্যালী অনুষ্ঠিত

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুন ২০১৯ ১৩:১৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮০ বার।

বগুড়ার ধুনট উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালীটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা।

এসময় সভায় বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, ধুনট থানার ওসি ইসমাইল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফেরদৌস আলম, ধুনট সদর ইউনিয়র পরিষদের চেয়ারম্যান লাল মিয়া, গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হাসান মুকুল, স্বাস্থ্য পরিদর্শক রবিউল ইসলাম, সাংবাদিক মাসুদ রানা, ছাত্রলীগ নেতা শাহাদাৎ হোসেন ডেভিট ও শিক্ষার্থী লিমা আকতার।