অর্ধযুগেও মেলেনি চাকরি, অনশনে প্রতিবন্ধী কনা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০১৯ ১৩:৩৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৩ বার।

চাঁদের কনা (৩১), ২০১৩ সালে ইডেন কলেজ থেকে প্রথম বিভাগে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। অনেক ঘুরেও চাকরি মেলেনি তার। 

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রত্যন্ত বিয়াড়া গ্রামের আব্দুল কাদেরের মেয়ে চাদেঁর কনা। 

শিশুকাল থেকে শারীরিক প্রতিবন্ধকতার শিকার। হাতে ভর দিয়ে হেঁটেই নানা চরাই-উৎরাই পার হয়ে শিক্ষাজীবন শেষ করেছেন।  

চাকরি না পেয়ে বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশনে বসেছেন চাঁদের কনা।

জানা যায়, নয় মাস বয়সে পোলিওতে আক্রান্ত হয়ে দুটি পায়ের কার্যক্ষমতা হারায় চাঁদের কনা। চাঁদের কনা যখন অনার্স ১ম বর্ষের ছাত্রী, তখন তার মা হাসনা হেনা বেগম মারা যান। এর কয়েক বছর পর ব্রেইন স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন তার বাবা। পরিবারের একমাত্র উপর্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এবং বাবার অসুস্থতাজনিত কারণে তার জীবনে প্রতিবন্ধিতার সঙ্গে নেমে আসে চরম দারিদ্রতা। অবশেষে পড়ালেখার খরচ যোগাতে একটি বেসকারি টিভি চ্যানেলে সামান্য বেতনে চাকরি নেন তিনি। শত কষ্টের মাঝেও গার্হস্থ্য অর্থনীতিতে সফলতার সঙ্গে অর্জন করেন উচ্চতর ডিগ্রি।

চাঁদের কনা বলেন, স্কুলজীবন থেকে মাস্টার্স পর্যন্ত হাজার বাধা পেরিয়ে তিনি প্রতিবন্ধকতাকে জয় করেছেন; শুধু তার স্বপ্ন একজন সরকারি কর্মকর্তা হওয়ার। এ বছরই তার সরকারি চাকরির বয়স শেষ। বাধ্য হয়ে আমরণ অনশনে বসেছেন। খবর দেশ রুপান্তর।