যুব সমাজের ক্ষমতায়নের মাধ্যমে উগ্রবাদ প্রতিরোধে নওগাঁর রাণীনগরে দেয়াল পত্রিকা প্রতিযোগিতা

নওগাঁ প্রতিনিধিঃ
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৩৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩০০ বার।

যুব সমাজের ক্ষমতায়নের মাধ্যমে সহনশীলতা, সহযোগিতা ও সৌহার্দ্য-সম্প্রীতির পরিবেশ সৃষ্টির লক্ষে নওগাঁর রাণীনগরে মাদ্রাসা-মহাবিদ্যালয়ে দেয়াল পত্রিকা প্রতিযোগিতার আয়োজন করা হয়।সহিংস উগ্রবাদ প্রতিরোধ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার দুপুরে রাণীনগর শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয় প্রাঙ্গনে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) ও কানাডা ভিত্তিক প্রতিষ্ঠান গ্লোবাল অ্যাফেয়ার্স এই প্রতিযোগিতা আয়োজিনে সহযোগিতা দিয়েছে। 

প্রতিযোগিতায় শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ ও বি গ্রুপে মোট ১২টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিচারকদের রায়ে এ গ্রুপের খ-দল বিজয়ী হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোফাখখার হোসেন পথিক, বাংলাদেশ এন্টারপ্রাইজের মহাপরিচালক মোহাম্মাদ হুমায়ন কবির, সহকারি পরিচালক ফজলে রাব্বী, রাজশাহী ও নওগাঁ জেলার সমন্বয়ক আজিজুর রহমান, কলেজের সহকারি অধ্যাপক জাহাঙ্গির আলম প্রমুখ। পরে বিজয়ী দলের মাঝে ক্রেস্ট তুলে দেওয়া হয়।