বগুড়ায় আস্থা ক্লিনিক ও মা স্টোর সিলগালা

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২৬ জুন ২০১৯ ১৪:৫৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৫০ বার।

বগুড়ায় আস্থা ক্লিনিক নামে একটি ক্লিনিককে অনিয়মের অভিযোগে ৭২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুজ্জামান ক্লিনিকটিতে অভিযান চালান। এসময় ক্লিনিকে ডিউরিত চিকিৎসক ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স না থাকায় এবং অপারেশন রুম নোংড়া থাকার অভিযোগে ওই অর্থদণ্ড দেয়া হয়। অভিযান শেষে ক্লিনিকটি সিলগালা করে দেয়া হয়েছে।

শহরের ঠনঠনিয়া এলাকার ভাই পাগলা মাজার লেনে অবস্থিত ওই ক্লিনিকে অভিযানের সময় ক্লিনিকটির মালিক তৌফিকুর রহমান আত্মগোপনে ছিলেন। 
অপরদিক দুপুর সাড়ে ১২ টায় শহরের কাঠালতলা-চাঁদনী বাজার এলাকায় পৃথক এক অভিযান চালিয়ে মেসাস মা স্টোর নামে এক কসমেটিকসের দোকানও  সিলগালা করা হয়। সেখানে রাখা নকল ও মেয়াদোর্ত্তীন কসমেটিকস ধংস করা ছাড়াও ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুর রহমান।