বগুড়ায় মে মাসের কার্য সম্পাদনে ১৬ পুলিশ সদস্য পুরস্কৃত

অরুপ রতন শীল
প্রকাশ: ২৭ জুন ২০১৯ ১৩:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৬০ বার।

বগুড়ায় মে মাসের কার্য সম্পাদনে ১৬ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে মাসিক কল্যাণ এবং অপরাধ সভায় বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা তাদের পুরষ্কৃত করেন। মে মাসের কার্য সম্পাদনের ভিত্তিতে ১৬ জন পুলিশ কর্মকর্তাকে ক্রেস্ট, ১০ জনকে অর্থ পুরস্কার এবং তিন জনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

সভায় উপস্থিত ছিলেন পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার সফিজুল ইসলাম, আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, তাপস কুমার পাল, সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন এবং হেলেনা আকতার এবং সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ ।


ক্রেস্ট প্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন- এএসআই আব্দুস সালাম (সদর থানা), এএসআই নজরুল ইসলাম (সোনাতলা থানা),  এএসআই আহসান হাবীব (ফুলবাড়ি ফাঁড়ি, সদর থানা), এসআই রহিম উদ্দিন (সদর থানা), এসআই ইকবাল হোসেন (শেরপুর থানা), জিলালুর রহমান (সদর ফাঁড়ি,সদর থানা), সার্জেন্ট গোপাল চন্দ্র মন্ডল (সদর ট্রাফিক),  এসআই ফয়সাল হাসান (ডিবি), ইন্সপেক্টর আনিছুর রহমান (সান্তাহার ফাঁড়ি), টিআই এএসএম রাশেদুল ইসলাম (সদর ট্রাফিক), ইন্সপেক্টর আশিক ইকবাল (ডিএসবি), ইন্সপেক্টর আছলাম আলী (ইনচার্জ ডিবি), এএসআই মিন্টু মিয়া পিপিএম (ডিবি বগুড়া), নারী এএসআই রোজিনা খাতুন (গাবতলী থানা) ইন্সপেক্টর এসএম বদিউজ্জামান (ওসি সদর থানা) এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।


অর্থ পুরস্কার প্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন- এসআই আলমগীর হোসেন (সারিয়াকান্দি থানা), এএসআই মামুনুর রশিদ (শিবগঞ্জ থানা), এএসআই আবু তাহের (সদর থানা), এএসআই আব্দুস সালাম (সদর থানা), এএসআই আতাউর রহমান (কাহালু থানা), এএসআই প্রদীপ কুমার সাহা(গাবতলী থানা), এএসআই আব্দুল আউয়াল (গাবতলী থানা),  এএসআই ওবায়দুল ইসলাম (কাহালু থানা),  এএসআই ইয়াসিন আলী (শাজাহানপুর থানা) এবং উপশহর ফাঁড়ির এটিএসআই বদিউজ্জামান।