টাক পড়া বন্ধে ৪ ঘরোয়া চিকিৎসা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০১৯ ১৪:২৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৫০ বার।

চুল পড়ে না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। তবে অনেক কিছু করলেও হয়তো আপনার চুল পড়া বন্ধ হচ্ছে না। চুল পড়া বন্ধ করতে বিভিন্ন ধরনের ভিটামিন ওষুধ খেয়ে থাকেন । চুল পড়তে পড়তে এক সময় মাথায় টাক পড়ে যায়।

তবে আপনি জানেন কি? মাত্র চারটি ঘরোয়া উপাদানে আপনার চুল পড়া বন্ধ হবে। তবে এই উপাদানগুলো নিয়ম মেনে আপনাকে ব্যবহার করতে হবে।

চুল ও মাথার ত্বকে পিএইচ-এর ভারসাম্য রক্ষা করে অ্যালোভেরা। এছাড়া রয়েছে নিমপাতার পানি, দই, মধু, মেথি ও লেবুর রস।

আসুন জেনে নেই এসব ঘরোয়া উপাদান কীভাবে ব্যবহার করবেন?

অ্যালোভেরা

অ্যালোভেরা জেল চুলের জন্য খুবই উপকারি। চুল ও মাথার ত্বকে পিএইচ-এর ভারসাম্য রক্ষা করে অ্যালোভেরা। তবে যাদের ত্বকে সমস্যা তারা এর শাঁস ফুটিয়ে ব্যবহার করতে পারেন।

ব্যবহার

চুলের আগা থেকে গোড়া এই শাঁস লাগান। এছাড়া মাথার ত্বকে আঙুলের সাহায্যে মাসাজ করুন। এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

দই-মধু-মেথি

রাতে পানিতে মেথি ভিজিয়ে রাখুন। এরপর ব্লেন্ডারে পিষে এর সঙ্গে টক দই ও মধু মিশিয়ে নিন। গোসলের আগে মাথায় লাগানোর পর শুকিয়ে গেলে শ্যাম্পু ও কন্ডিশনিং দিয়ে ধুয়ে ফেলুন।

নিমপাতার পানি

পানিতে নিম পাতা ফুটিয়ে ঠাণ্ডা করে নিন। সপ্তাহে দুবার শ্যাম্পু ও কন্ডিশনারের পর এই পানি দিয়ে ধুয়ে নিন।

দই-মধু-লেবুর রস

ভিটামিন বি ও চুলে প্রোটিন বাড়াতে এসব উপাদানের জুড়ি নেই।

এক চামচ দই, এক চামচ মধু ও একটা লেবুর রস ভালোভাবে মিশিয়ে চুলে মাখিয়ে নিন। এরপর শুকিয়ে গেলে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।