যে আগুন ৪ হাজার বছর ধরে জ্বলছে

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০১৯ ১৪:৩৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৫ বার।

বৃষ্টি, বাতাস এমনকি তুষারপাতেও জ্বলতে থাকে এই আগুন। কখনো নিভে না। অবাক করা ব্যাপার হচ্ছে, এ আগুন জ্বলছে ৪ হাজার বছরেরও বেশি সময় ধরে।

সিএনএন জানায়, আজারবাইজানের আবশ্যারন উপদ্বীপে গেলেই এ আগুন দেখতে পাবে যে কেউ।

ইয়ানার দাগ নামে পাহাড়টি ‘আগুনের পাহাড়’ হিসেবে স্থানীয়ভাবে পরিচিত এই জায়গায়। অনেক পর্যটক এই আগুন দেখতে আসেন।

বিখ্যাত পর্যটক মার্কো পোলোও ১৩ শতকে এই রহস্যময় আগুনের কথা বর্ণনা করে গেছেন। সেই সময়ে সিল্ক রোড ব্যবহারকারী ব্যবসায়ীদের মুখেও শোনা গিয়েছিল এই আগুনের কথা।

মধ্য এশিয়ার দেশটিতে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস রিজার্ভ আছে। তারই পার্শ্ব প্রতিক্রিয়াই এমনটা ঘটতে পারে বলে বিশেষজ্ঞদের মত।

আজারবাইজান জুড়ে এ রকম আরও জায়গা রয়েছে, যেখানে সার্বক্ষণিক আগুন জ্বলতেই থাকে। এর মধ্যে ইয়ানার দাগের আগুন জ্বলছে কয়েক হাজার বছর ধরে, এমনটাই ধারণা করা হয়।