দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুন ২০১৯ ১৪:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৩ বার।

বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ডে শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় আবু হাসান(২৬) নামের এক সিএনজি চালক নিহত হয়েছেন। নিহত আবু হাসান কাহালু উপজেলার বোরাইল গ্রামের আমিনুল ইসলামের ছেলে। 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনারদিন সকালে আবু হাসান সিএনজি নিয়ে দুপচাঁচিয়া থেকে বগুড়া যাবার পথে থানা বাসস্ট্যান্ডে পৌছিলে বগুড়া থেকে নওগাঁগামী আতিক পরিবহন(ঢাকা মেট্রো-জ-১৪-১২৯৪) যাত্রীবাহী বাস তাকে স্বজোরে ধাক্কা দেয়। এতে সিএনজি দুমড়ে মুচড়ে যায় এবং আবু হাসান গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ঘটনার পরপরই পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক যাত্রীবাহী বাসটিকে আটক করা হয়েছে।