দুপচাঁচিয়ার ইসলামপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা ও রক্তের গ্রুপ নির্ণয়

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুন ২০১৯ ১৪:৪৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৭ বার।

দুপচাচিয়ায় ইসলামপুর গ্রামবাসীর আয়োজনে ও স্পন্দন স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। শুক্রবার সকালে ইসলামপুর দারুল আরকাম ইবতেদায়ী ও হাফেজিয়া মাদ্রাসা মাঠে এ চিকিৎসাসেবার উদ্বোধন করেন স্পন্দন স্বেচ্ছায় রক্তদান সংগঠনের পরিচালক হাবিবুর রহমান সুজন। এসময় উপস্থিত ছিলেন আরএমপি ডাঃ দেলোয়ার হোসেন, ডেন্টিস মাজেদুল সরকার, সংগঠনের সদস্য আব্দুল মোমিন, বায়েজিদ বোস্তামী, অন্তর চৌধুরী, রুহুল আমিন, সুব্রত বসাক, রাজু আহম্মেদ, আব্দুল্লাহ, সেলিম হোসেন, ইব্রাহীম আলী, আব্দুল মতিন, সাব্বির তালুকদার, মুক্তার হোসেন, শুভ, এলাকাবাসীর পক্ষে আব্দুল মোমিন, সিরাজুল ইসলাম প্রমুখ। এদিন এলাকার প্রায় ২’শ গরীব রোগীকে চিকিৎসা প্রদান ও ৩’শ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।